Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণ হরতাল পালিত

2 (1) copy

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী  বাতিলের দাবীতে পাহাড়ের বাঙ্গালিদের পাঁচটি সংগঠনের ডাকে টানা ৩৬ ঘন্টা হরতালের ২য় দিনেও খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।

বৃস্পতিবার খাগড়াছড়িতে সাপ্তাহিক হাটবার হওয়ায় শহরে হরতাল শিথিল রেখেছে হরতাল আহ্বানকারীরা। স্বাভাবিক রয়েছে শহরের জনজীবন। সকাল থেকে যান চলাচল বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল শুরু করে।

এদিকে হরতালে নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন খাগড়াছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন। উপজেলা গুলোতেও শান্তিপূর্ণ হরতাল পালনের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১লা আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৪টি সংশোধনী ভোটিং সাপেক্ষে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। এরপর থেকেই আইন সংশোধনের প্রতিবাদে পার্বত্য তিন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছে পাহাড়ের বাঙ্গালিভিত্তিক সংগঠনগুলো। এরই অংশ হিসেবে বুধবার হরতাল পালন করা হয়। এদিকে মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদ অধিবেশন না থাকায় জরুরী বিবেচনায় গতকাল সংশোধনী আইনটির অধ্যাদেশ জারি করা হয়। আইনের অধ্যাদেশ জারির প্রতিবাদে বৃহস্পতিবার পুনরায় হরতালের ডাক দেয় পাহাড়ের পাঁচটি বাঙ্গালি সংগঠন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন