খাগড়াছড়িতে দুর্গা পূজার নিরাপত্তায় পুলিশের স্পেশাল টিম


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সদর থানার আওতাধীন ১৬টি দুর্গা পূজার মন্ডপে পূনার্থীদের নিরাপত্তা দিতে মাঠে নেমেছে পুলিশ স্পেশাল টিম(পিএসটি)। মঙ্গলবার বিকেল থেকে পূজা মন্ডপের নিরাপত্তায় নামে পুলিশের স্পেশাল এই টিম।

পোষাকধারী পুলিশের পাশাপাশি এবারের দুর্গা পূজাকে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে পুলিশ সুপার আলী আহমদ খানের নির্দেশে ও সদর থানার সহায়তায় এই টিমকে মাঠে নামানো হয়েছে। মন্ডপে মন্ডপে টহলের পাশাপাশি মন্ডপের আশপাশের সড়কগুলোতে পিএসটি’র অবস্থান থাকবে।

খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল্ল আল মাসুদ জানান, পুলিশ সুপার আলী আহমদ খানের নির্দেশে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে। পোষাকধারী ও সিভিল পোষাকের পাশাপাশি স্ট্রাইকিং হিসেবে এই টিম মাঠে থাকবে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত।

সার্বিক নিরাপত্তার বিষয়ে তথ্য দিতে যোগাযোগ করুন: তাকের মো. আব্দুল হান্নান,ভারপ্রাপ্ত কর্মকর্তা : ০১৭৩০৩৩৬১৫৫ এবং এসআই আব্দুল্লাহ আল মাসুদ: ০১৮১৪৮৬৭২১০।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন