খাগড়াছড়িতে এবার লিচু গাছে মুকুল না আসায় কৃষক ও আগাম ক্রেতাদের মাথায় হাত

Khagrachari Pic 01 (5) copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে এবার লিচু গাছে মুকুল আসেনি। প্রতিটি লিচু গাছ মুকুল শুন্য। ফলে এ বছর খাগড়াছড়ির হাট বাজারগুলোতে এবার সু-স্বাদু ও বিষমুক্ত মৌসুমী ফল লিচুর দেখা মিলবে না। লিচু গাছে মুকুল না আসায় কৃষকের পাশাপাশি সব চেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আগাম লিচুর বাগান ক্রেতারা। লিচু গাছে ফলন না আসাকে কৃষি বিভাগ এ জন্যে বিরুপ আবহাওয়াকে দুষছেন।

গত বছর খাগড়াছড়ির প্রতিটি লিচুর গাছ মুকুলের টুপি পড়লেও এ বছরে চিত্র ভিন্ন। কৃষক বাগান পরিচর্চার জন্য লাখ লাখ টাকা ব্যয় করলেও কোন গাছেই মুকুল আসেনি। বিষমুক্ত ও সু-মিষ্ট হওয়ায় খাগড়াছড়ির লিচু সারা দেশে’র চাহিদা ব্যাপক রয়েছে। ব্যাপক ফলন হওয়ার কারণে গত বছর খাগড়াছড়িতে দেশী লিচু ৪০-৫০ টাকা, চায়না-২ এবং চায়না-৩ বিক্রি হয়েছিল দেড় থেকে দুইশত টাকায়। কিন্ত এ বছর বিক্রিতো দুরে থাক খাওয়ার জন্যও জুটবে না লিচু। এ নিয়ে হতাশ কৃষক ও আগাম লিচু বাগান ক্রেতারা।

খাগড়াছড়ির নয় মাইলের কৃষক পটেন ত্রিপুরা জানান, এ বছর লিচু গাছের পরিচর্চাসহ অনেক টাকা খরচ করেছি। কিন্তু একটি গাছেও মুকুল আসেনি।

আগাম বাগান ত্রেতা সমীর সুজন জানান, পাঁচ লাখ টাকা দিয়ে আগাম লিচু বাগান কিনেছি। প্রায় সাড়ে চার শতাধিক লিচু গাছের পরিচর্চা করতে গিয়ে আরও প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু একটি গাছেও মুকুল আসেনি।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, চলতি বছর ১৯’শ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। কৃষক প্রায় সহস্রাধিক। খাগড়াছড়িতে  দেশী ছাড়াও চায়না-২, চায়না -৩, বোম্বে এবং বেদানা লিচুর চাষ হয়ে থাকে।

তিনি আরও জানান, লিচু সাধারণ শীত নিন্দ্রার ফল। চলতি বছরে শীত কম হওয়ায় লিচু গাছগুলো যথেষ্ট পরিমাণ কার্বন জমা করতে পারেনি। ফলে লিচু গাছে মুকুল আসেনি।

চলতি বছর খাগড়াছড়ির হাট বাজারগুলোতে দেখা মিলবে না সু-স্বাদু ও বিষমুক্ত মৌসুমী ফল লিচুর। সুভাষ ছড়াবে না টসটসে রসালো লিচুর মৌ মৌ ঘ্রাণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন