খাগড়াছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন।

বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিাভন্ন উপজেলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস-এমএন) ও স্বতন্ত্র প্রার্থীরা সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শানে আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, সহ-সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক চন্দন কুমার দে ও জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপুর পর্যন্ত চেয়ারম্যান পদে  জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. নজরুল ইসলাম মাসুদ, ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, আক্তার হোসেন, ফারুক ভূইয়া, রুতান চৌধুরী, রণিক ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি রানী ত্রিপুরা ও নিউসা মগ মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আঞ্চলিক সংগঠন প্রসীতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) চঞ্চুমনি চাকমা ও আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন) তরুণ আলো দেওয়ান মনোনয়নপত্র ক্রয় করলেও এ সংবাদ লেখা পর্যন্ত জমা দেননি বলে জানা গেছে।

বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে শাসক দল ও আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে চলছে নানা হিসেবে-নিকেশ।

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৯টি উপজেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থী মাত্র একটি উপজেলা পরিষদে নির্বাচিত হয়। বিএনপি জয়ী হয় দুটি উপজেলাতে। তিনটি উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত প্রার্থীরা সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়। ৫টি উপজেলা পরিষদে পাহাড়ে আলোচিত আঞ্চলিক রাজনৈতিক সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও একটি জেএসএস(এমএন) সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ খাগড়াছড়ির ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন