খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

`আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটির সহকারী পরিচালক নজরুল ইসলাম, সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, দুপ্রক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার বক্তব্য রাখেন। টিআইবির পক্ষে ধারণা পত্র পাঠ করেন খাগড়াছড়ি অঞ্চলের ব্যবস্থাপক আব্দুল মান্নান আকন্দ।

বক্তারা, সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটন করতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে টিআইবি-সনাক ও দুপ্রকর প্লাটফর্ম তরুণ প্রজন্মের কাছে ইতিবাচক ধারণা রাখছে বলে জানান বক্তারা।

আলোচনা সভায় টিআইবির ইয়েস সদস্যরা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন