খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল।

বুধবার সকাল ১০ টায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সামনে দিবসের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরনার্থী প্রত্যাবর্তন ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, একদিন বাংলাদেশে বসবাসকারী জনগোষ্ঠীকেও সরকার স্বীকৃতি দিতে বাধ্য হবে।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের খাগড়াছড়ি অঞ্চলের সমন্বয়ক চাইথোয়াই মারমা ও নারী নেত্রী নমিতা চাকমা।

এ সময় বক্তারা বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতিসহ শিক্ষা, সংস্কৃতি, ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন