খগেশ্বর ত্রিপুরার বাড়িতে হামলার ঘটনায় কংজরী চৌধুরীর নিন্দা ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেতক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরার বাড়িতে হামলার ঘটনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তিনি সোমবার দুপুরে  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি ন্যাক্কারজনক এ হামলার নিন্দা-প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে  চিহ্নিত হামলাকারীদের  আইনের আওতায় আনার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রসঙ্গত গতকাল রাত আনুমানিক ১০টার দিকে পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরার খাগড়াপুরস্থ বসতবাড়িতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ঘরের চারিদিকে প্রায় ১০মিনিট ইটপাটকেল ছুঁড়ে এবং দরজা জানালায় লাথিমারা সহ ভীতিকর অবস্থা তৈরি করে।

পরে পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরার বার্তায় সদর থানা হতে রাতেই পুলিশের একটি টহলদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কেন বা কি কারণে এবং কে বা কাহারা এ হামলা চালাতে পারে এ প্রশ্নে তা তিনি (খগেশ্বর  ত্রিপুরা ) বোধগম্য নয় বলেও জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন