ক্রীড়াঙ্গন সংকট উত্তরণে রাঙামাটিতে গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

‘সংকটে রাঙামাটি ক্রীড়াঙ্গন এবং উত্তরণের উপায়’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে জেলা পরিষদ সন্মেলন কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে প্রধান আলোচক ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সামসুল আলম।

সংগঠনটির সভাপতি বিজয় ধরের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সনাক রাঙামাটি শাখার সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলার প্রবীণ সাংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতিয়ার, জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য কিংসুক চাকমা, ক্রীড়া সংগঠন অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা ক্রীড়া ব্যক্তিত্বরা এ বৈঠকে অংশ নেন।

বৈঠকে ‘সংকটে রাঙামাটি ক্রীড়াঙ্গন এবং উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন, সংগঠনটির অর্থ সম্পাদক মঈন উদ্দীন বাপ্পী। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক দীপ্ত হান্নান।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, রাঙামাটির ক্রীড়াঙ্গন পিছিয়ে থাকার প্রধান কারণ হচ্ছে অর্থ সংকট। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা এ সংকটের মধ্যে অন্যতম বিদ্যমান বলে বক্তারা জানান।

স্থানীয় স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর যথাযথ সহযোগিতার অভাব, স্থানীয় ক্লাবগুলোর চরম দুর্দশার কারণে জেলার ক্রীড়াঙ্গন এগিয়ে যেতে পারছে না বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এ সংকট থেকে উত্তরণের উপায় সম্পর্কে বক্তারা জানান, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যে কোন ভাবে অর্থ সহায়তা বৃদ্ধি, মাঠে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন, স্থানীয় ক্লাবগুলোকে চাঙ্গা এবং স্থানীয় স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে বক্তারা দাবি তোলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন