কোর্টবাজার পালং কলেজ বাস্তবায়ন পরিষদের সভা অনুষ্ঠিত

Pic Ukhiya 10-04-2017 (1) copy

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার ব্যস্ততম কোর্টবাজার সংলগ্ন এলাকায় পালং কলেজ প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা  সোমবার বিকেলে রত্নাপালং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর এলাকার জনগণের দাবির পরিপেক্ষিতে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা প্রসারের স্বপ্ন নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরীর আহ্বানে ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর উদ্যোগে পালং কলেজ বাস্তবায়ন কমিটি এ প্রস্তুতি সভার আয়োজন করে। এতে বিভিন্ন স্তরের শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক সমাজ, সাংবাদিক, তরুণ উদীয়মান শিক্ষিত যুবক এবং সর্বশ্রেণীর সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।

ডাক্তার ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ।

স্বাগতম বক্তব্য রাখেন, কলেজ বাস্তবায়নের প্রধান উদ্যোক্তা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী। কলেজের প্রয়োজনীয়তা তুলে ধরে ঘোষণা পাঠ করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।

বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদের মহিলা সদস্যা আশরাফ জাহান কাজল, এডভোকেট খোরশেদ আলম, চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, আবুল মনসুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মিন্টু, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজল করিম সিকদার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, অধ্যাপক মোহাম্মদ আলী, মোক্তার চৌধুরী, সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক মোক্তার আহমদ চৌধুরী, হাজী নুরুল ইসলাম বাবুল, হাসান জামাল রাজু, নুরুল হুদা চৌধুরী, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মাহমুদুল হক, ও মাস্টার কামাল উদ্দিন।

সভায় বক্তারা রত্নাপালং, হলদিয়াপালং, জালিয়াপালং ও রাজাপালং ইউনিয়নের অর্ধেক এলাকার ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার লক্ষ্যে লেখা-পড়ার সুবিধার্থে কোর্টবাজার সংলগ্ন এলাকায় একটি কলেজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় উপস্থিত পালং কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী এলাকার বৃহত্তর স্বার্থে কলেজের জন্য ১ একর জায়গা দান করার ঘোষণা দেন। একই সাথে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ৮০ শতক, এডভোকেট খোরশেদ আলম ২০ শতক ও মাস্টার কামাল উদ্দিন ১০ শতক জায়গা দান করার প্রতিশ্রুতি প্রদান করেন।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী পালং কলেজ প্রতিষ্ঠার জন্য ১০ লক্ষ টাকা, মোক্তার চৌধুরী ১ লক্ষ টাকা, বাবু ৫০ হাজার টাকা ও নুরুল হুদা ৫০ হাজার টাকাসহ উপস্থিত দানশীল ব্যক্তিদের অনুদানসহ প্রায় ২০ লক্ষ টাকা মত অনুদান প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও রত্নাপালং চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন