কুতুবদিয়া দ্বীপেও পরিবহণ শ্রমিকদের ধর্মঘট

কুতুবদিয়া প্রতিনিধি:

৮ দফা দাবীতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ডাকে ৪৮ ঘন্টার ধর্মঘট কুতুবদিয়া দ্বীপেও পালন করছে পরিবহণ শ্রমিকরা।

হরতাল বা ধর্মঘটে সাধারণত এ দ্বীপে প্রভাব পড়ে না। তবে এবার শ্রমিকদের স্বার্থ রক্ষায় তারা মাঠে নেমেছে।

রবিবার(২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে উপজেলা সদর থেকে প্রধান সড়ক আজম রোড সহ কোন রুটে যাত্রীবাহি জীপ, টেম্পো, টেক্সি চলাচল করেনি। প্রত্যন্ত অঞ্চলেও বিশেষ করে আলী আকবর ডেইল, তাবালের চর, মলমচর, লেমশীখালী, দরবার সড়ক, উত্তর ধূরুং, আলী ফকির ডেইল প্রভৃতি ছোট-খাটো রুটেও যাত্রীবাহি কোনো যানবাহন চলাচল করেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ফলে এসব রুটে নিয়মিত যাত্রী সাধারণ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেনি। ভোগান্তিও বেড়েছে সাথে একমাত্র বাহন রিক্সার ভাড়াও বেড়েছে ৪ গুণ।

ধূরুং বাজারের বাসিন্দা কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী  ফারজি জানায়, পরীক্ষা নিকটবর্তী। প্রাইভেট ক্লাশ থাকলেও জীপ চলাচল না করায় বিদ্যালয়ে যায়নি। সোমবারও গাড়ী না চলার কথা রয়েছে। ৭ কিরোমিটার দূর থেকে রিক্সায় ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে চাচ্ছেনা অনেকেই।

কুতুবদিয়া হিউম্যান হলার জীপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তারেক সিকদার বলেন, কেন্দ্রীয় ফেডারেশনের অন্তর্ভুক্ত তারা। জেলা কমিটির নির্দেশ মোতাবেক ৪৮ ঘন্টার কর্মবিরতি তারা পালন করছেন। পরবর্তী নির্দেশ যা হবে সেভাবেই তারা তাদের ন্যায্য ৮দফার দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন