Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কুতুবদিয়া চ্যানেলে ১৫৬টি অবৈধ বিহুন্দি জাল জব্দ

কুতুবদিয়া  প্রতিনিধি:

কুতুবদিয়া চ্যানেলে ইলিশ রক্ষার মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান চালিয়ে ১৫৬টি বিহুন্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

সোমবার(২২ অক্টোবর) দুপুরে কুতুবদিয়া চ্যানেল মগনামা, দরবার জেটি ঘাটে কোস্টগার্ড ও মৎস্য অফিস এ অভিযান চালায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, সাগরে নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলায় মগনামা চ্যানেল থেকে ৬টি বিহুন্দি জাল জব্দ করা হয়। এ ছাড়া দরবার জেটি ঘাট এলাকায় ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসা পরিত্যক্ত অবস্থায় ৩০ বস্তা (১৫০ টি) অবৈধ বিহুন্দি জাল জব্দ করা হয়। মোট ১৫৬টি জাল পুলিশের সহায়তায় পুড়ে ফেলা হয়।

এ সময় কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবুল কালাম আজাদ সহ উপজেলা মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন