কুতুবদিয়ায় হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইন সমাপ্ত

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় সফলতার সাথে হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইন সমাপ্তি হয়েছে।  ২৯ এপ্রিল হতে ১৪ মে পর্যন্ত ১২ দিন ব্যাপী বিরতিহীনভাবে এ বিশেষ টিকা ক্যাম্পেইন কার্যক্রম চলে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ৯ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে হাম ও রুবেলার টিকা দেয়া হয়।

উপজেলায় ১৬ হাজার ৫০০ শিশুকে এ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে একটি স্থায়ী হাসপাতাল কেন্দ্র সহ ১৪৫টি কেন্দ্রে মোট ১৬ হাজার ৪৫৩ জন শিশুকে টিকা দেয়া হয়।

বিশেষ ক্যাম্প চলাকালীন সময়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ টিকা কেন্দ্র পরিদর্শন করেন বলে হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান ছৈয়দ কামরুল হাসান জানিয়েছেন।

 

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন