কুতুবদিয়ায় সেরা লেমশীখালী উচ্চ বিদ্যালয়

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় এসএসসি’র ফলাফল এবার বির্পযায় ঘটেছে। কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় দু’টি কেন্দ্রে উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১০৮৬জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পাশ করেছে ৯১৬জন। পাশের হার ৮৪.৩৪। জিপিএ-৫ পেয়েছে ৩৫জন। তবে এবারের বি‌পর্যয় ফলাফলেও সেরা ফলাফল অর্জন করেছে লেমশীখালী উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে ৫জন শিক্ষার্থী।

এ ছাড়া কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৬৫জনে ১৮জন জিপিএ-৫ সহ ২৬৫জন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৬জনে ১জন জিপিএ-৫ সহ ৪৬জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০৫জনে ৪জন জিপিএ-৫ সহ ১৬৮জন, কবি জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ১১১জনে ৫জন জিপিএ-৫ সহ ১০৪জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ে ৮০জনে ৬১জন, সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ে ১৩৬জনে  ২জন জিপিএ-৫ সহ ১০৮জন ও কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলে ৮২জনে ৫৫জন পাশ করেছে।

কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (কেন্দ্র সচিব) তাদের বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় সম্পর্কে বলেন, রোল ক্রমানুসারে ৩০জন ছাত্রী অকৃতকার্য হওয়ায় খাতা মূল্যায়নে অথবা যান্ত্রিক ত্রুটি ঘটে থাকতে পারে বলেও তিনি মনে করেন। লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউছুফ তার বিদ্যালয় উপজেলায় সেরা ফলাফল অর্জন করায় সন্তোষ প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন