কুতুবদিয়ায় সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রোয়ানু’তে ক্ষতিগ্রস্ত ২০ সড়ক

unnamed copy

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্ত ২০ সড়কের এখনো বেহাল। ফলে বেশিরভাগ সড়কে যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, সম্প্রতি উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় রোয়ানু‘র তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ২০টি সড়কের সংস্কার কাজ করা যায়নি।

ক্ষতিগ্রস্ত সড়কগুলো হচ্ছে আজম রোড-ওয়াইজ্জার পাড়া সড়ক, আজম রোড-ধুরুংকাঁচা রোড, তাবালের চর সড়ক, মনোহরখালী বেড়িবাঁধ সড়ক, বড়ঘোপ -–আলী আকবর ডেইল সড়ক, আজম রোড-কলস্যাঘোনা সড়ক, লেমশীখালী–মিরাখালী উপজেলা সড়ক, দক্ষিণ ধুরুং ডিসি-বিআইডব্লিউএ জেটি ঘাট সড়ক, দক্ষিণ ধুরুং ইউপি ডিসি- উত্তর ধুরুং সড়ক, ধুরুং মিরাখালী-পেয়ারাকাটা জেটিঘাট সড়ক, আজম রোড -ছনুয়া বাঁশখালী কুতুবদিয়া ছমদিয়া ঘাট সড়ক, আজম রোড-মলমচর সড়ক, পুতুন্যার পাড়া-নাছিয়ার পাড়া সড়ক, মগডেইল – রোমাই পাড়া সড়ক, মগডেইল -অমজাখালী  রোড, কাজী পাড়া -শাহাজীর পাড়া সড়ক, আজম রোড আরএইচডি-জইজ্যার পাড়া সড়ক, আজম রোড-তেলিয়াকাটা সড়ক, হাজী এলাহাদাদ সড়ক ও শাহাজীর পাড়া সড়ক।

উল্লেখিত ২০ টি সড়কে ক্ষতিগ্রস্ত  ৩২ কিলোমিটার রাস্তা সংস্কারে সাড়ে ৮ কোটি টাকা ব্যয় ধরা হয়। প্রথম দফায় গত মে মাসের শেষের দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাবনাও প্রেরণ করা হয়েছে। এ ছাড়া পরবর্তীতে উন্নয়ন অবকাঠামোর আওতায় অবশিষ্ট আরো ৪৬টি রাস্তা, কালভার্ট, জেটি মেরামত-সংস্কারে  সর্বশেষ গত ২৯ জুলাই স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে দ্বিতীয়বার সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলে এলজিইডি অফিস সূত্রে জানা গেছে। আর এই ৪৬টি প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। তবে দীর্ঘ সময় পার হলেও এসব ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে এখনো সংশ্লিষ্ট উর্ধ্বতন অধিদপ্তর থেকে কোন সুখবর আসেনি যে কারণে দ্বীপের মানুষ ভোগান্তির মাঝেই যাতায়াত করছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মহসীন বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে তালিকা, সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাবনা দু’দফায় প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন সড়ক সংস্কারে অনুমোদন কিংবা আর্থিক বরাদ্দ আসেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন