কুতুবদিয়ায় নিয়ন্ত্রণে এসেছে ইয়াবা ব্যবসা

কুতুবদিয়া প্রতিনিধি:

হঠাৎ গজিয়ে ওঠা কুতুবদিয়ায় আলোচিত ইয়াবা ব্যবসা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।

উপজেলা সদর বড়ঘোপ ও ধুরুং বাজারের খূচঁরা বিক্রেতাদের  অনেকেই আটক হওয়ায় কমে গেছে বেচাঁ-কেনা। আবার বিক্রেতাদের কেউ কেউ জামিনে এসে আগের মতো নামেনি এ মাদক পেশায়। এমনটি জানান বাজারের বিভিন্ন পেশার মানুষ।

ধুরুং বাজারের বিসিআইসি ডিলার মো. মঈন উদ্দিন, এম.হোছাইন লাইব্রেরির মোহাম্মদ হোছাইন  জানান, কয়েকমাস আগেও ইয়াবা খুঁচরা কারবারিরা প্রকাশ্যেই বিক্রি করতো। সন্ধ্যার পর হলেই বাজারের আনাচে-কানাচে ওতঁ পেতে থেকে ইয়াবা সেবনকারীদের হাতে তুলে দিত। যা বাজারের পরিবেশ নষ্ট করতো। তবে বর্তমান ওসি আসার পর বেশ কয়েকটি অভিযান ও টোপ দিয়ে চিহ্নিত অনেককেই আটক করা হয়। ফলে আগের মতো বেপরোয়া নেই ইয়াবা সরবরাহের। অনেকটাই কমে গেছে।

দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার বলেন, শুধু ধূরুং বাজার নয়, প্রত্যন্ত এলাকাতেও ইয়াবা ব্যবসায়িদের পাকড়াও করেছে পুলিশ। সাথে আইন শৃংখলা উন্নতির লক্ষ্যে চুরি,ডাকাতি বন্ধ হয়েছে আলোচিত জলদস্যুদের আটকের পর। ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি জলদস্যুও এখন নিয়ন্ত্রণে বলে তিনি মনে করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, হঠাৎ গজিয়ে ওঠা ইয়াবা ব্যবসা এখন নিয়ন্ত্রণে এসেছে। উপজেলার প্রত্যন্ত এলাকাতেও পুলিশের অভিযান চলায় ইয়াবার খুঁচরা কারবারিরা এখন জেলখানায়। এদের কেউ জামিনে এলেও আগের মতো বেচাঁ-কেনায় নেই। কাজেই মাদকের ইয়াবার চালানসহ খুঁচরা ব্যবসাও  কমে গেছে। একই সাথে গত এক বছরের খতিয়ান তুলে ধরে তিনি আরো বলেন, উপজেলার স্থলভাগে ডাকাতি, হত্যা, ধর্ষনের মতো কোনো ঘটনা ঘটেনি বিধায় মামলাও হয়নি। আইন শৃংখলার পরিবেশও ভাল বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন