কুতুবদিয়ায় এসএসসি ১০৮৮, দাখিলে ৪৮৫ পরীক্ষার্থী

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় এবার দু‘টি কেন্দ্রে এসএসসিতে পরীক্ষার্থী ১০৮৮ জন। এর মধ্যে কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮৪ জন এবং ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  ৪০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।

কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের  ৭৬ জন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮৭ জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়’র ২০৫ জন, কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়’র ১১২ জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়’র ৮০ জন, লেমশীখালী উচ্চ বিদ্যালয়’র ১১০ জন, সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়’র ১৩৬ জন এবং কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ৮২ জন পরীক্ষার্থী রয়েছে।

অপর দিকে মাদ্রাসা বোর্ডের অধিনে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় উপজেলার ৯টি মাদ্রাসার মোট ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে বলেও কেন্দ্র সূত্র জানায়। এর মধ্যে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার ৮০ জন, ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসার ৫৫ জন, গাউছিয়া দাখিল মাদ্রাসার ৬৭ জন, আল ফারুক দাখিল মাদ্রাসার ৮৭ জন, কুতুবদিয়া জামেয়া নুরানিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৪৩ জন, ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসার ৩৫ জন, কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসার ৩৪ জন, আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার ৩১ জন এবং দারুল হিকমাহ্ আল মালেকিয়া দাখিল মাদ্রাসার ৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মাষ্টার সজল দাশ বলেন, এসএসসি পরীক্ষা গ্রহণে ইতিমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। অতীতের ন্যায় এবারও পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন