কালারমারছড়ায় চিংড়ি জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

maheskhali pic 8-3-2017 copy

 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জয়নাল আবেদিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জয়নাল আবেদিন মহেশখালী উপজেলার কালারমার ছড়ার ঝাপুয়া এলাকার আবদুল মালেকের ছেলে।

বুধবার বিকাল ৫ টার দিকে মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকা এ ঘটনা ঘটে। এতে আহত জয়নাল আবেদিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জয়নালের পরিবার সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝাপুয়া এলাকার লবণ মাঠ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল জয়নাল আবেদিন ও একই এলাকার দলিলুর রহমানের ছেলেদের সাথে। এ বিরোধ মীমাংসা করতে জয়নাল আবেদিন মহেশখালী থানায় একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ফিরে যাওয়ার পর দলিলুর রহমানের ছেলে নাসির উদ্দিন, তৌহিদসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে জয়নালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বিকাল ৪টার দিকে সংজ্ঞাহীন অবস্থায় জয়নালকে আত্মীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ছাবের জানান, আহত হওয়ার পর বিলম্বে হাতপাতালে নিয়ে আসা হয় জখমিকে। এতে অতিরিক্ত রক্ত করণে তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, লবণ মাঠের বিরোধ নিয়ে পুলিশ তদন্তে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা জয়নালকে কুপিয়ে হত্যা করেছে বলেও শুনেছি। লাশ ময়নাতদন্ত করা হবে। অভিযোগ পাওয়ার পর মামলা হবে। তবে, হত্যার ঘটনা শোনা মাত্রই হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন