কাব-স্কাউটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কুতুবদিয়াকে নতুন করে গড়ে তুলতে হবে

কুতুবদিয়া প্রতিনিধি:

কাব-স্কাউট প্রশিক্ষণ গ্রহণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বীপ কুতুবদিয়াকে নতুন করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন কাজেও এ অভিজ্ঞা বিশেষ করে নৈতিক শৃঙ্খলা, সততার মাধ্যমে কাজে লাগাতে হবে।

শুক্রবার (৯ মার্চ) কুতুবদিয়া ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২য় উপজেলা কাব ক্যাম্পুরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক এসব কথা বলেন।

৯ মার্চ থেকে শুরু হওয়া কাব ও স্কাউট ক্যাম্প আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে। উপজেলার ৬০টি প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের দু’টি করে মোট ১২০টি কাব দলের ক্যাম্পুরি শুক্রবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সে বিশেষ বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি প্রধান মন্ত্রীর সাবেক মুখ্য সচিব মু. আবুল কালাম আজাদ।

তিনি কাব দল ও স্কাউট দল, প্রশিক্ষক আগত সকলকে শুভেচ্ছা জানান। প্রধান মন্ত্রীর দ্বীপে উন্নয়ন কাজের প্রশংসাও করেন তিনি। এ ছাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর আলম সিকদার, জেলা আ’লীগের সহ-সভাপতি বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে নির্বাহী অফিসারের সহধর্মিনী বান্দরবান জেলা সহকারী সিনিয়র জজ মনিষা মহাজন জেলা পরিষদ সদস্য মাস্টার আহমদ উল্লাহ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিউল আলম কুতুবী, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সহ-সভাপতি মৌলভী তাহের, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ কুতুবী, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোছাইন, সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী মোহাম্মদ শরীফ, মহেশখালী উপজেলা আ’লীগ সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ম সম্পাদক ব্রজ গোপাল ঘোষ, ছোট মহেশখালীর সা. সম্পাদক এনামুল করিম, কুতুবদিয়া হাই স্কুল প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনিছুর রহমান, সতরুদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক শুকুর আলম আযাদ, লেমশীখালী হাই স্কুল প্রধান শিক্ষক মো. আবু ইউছুফ, ধুরুং ছমদিয়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ মো. আবু মুছাসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ধূরুং হাই স্কুল প্রধান শিক্ষক মোর্শেদুল আলম ও প্রাথমিক শিক্ষিকা শামসেদ নেওয়াজ মুক্তা।

এর আগে প্রধান অতিথি ও সভাপতি কাব এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে ২য় উপজেলা কাব ক্যাম্পুরি ২০১৮ উদ্বোধন করেন।

একই দিন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক সকাল ১১টায় বড়ঘোপ লামার বাজারে কুতুবদিয়া রিক্সা শ্রমিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠানে কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দীন ছোটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, শফিউল আলম কুতুবী, আওরঙ্গজেব মাতবর, হাজী আব্দুল মোনাফ, ব্রজ গোপাল ঘোষ, এনামুল করিম, আবু জাফর ছিদ্দিকী, সেলিম উদ্দিন লিটন, মো. খোরশেদ আলম, মো. রমিজ আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসান মুরাদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন