Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্কিলস কম্পিটিশন উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি:

স্কিলস এ্যাড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে,  অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী প্রতিযোগীতা শনিবার (৩ নভেস্বর) ইনষ্টিউটেই অনুষ্ঠিত হয়।

স্কিলস্ কম্পিটিশন২০১৮ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশরাফ আহমেদ রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন, ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিল হাওলাদার, কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, এলপিসি ইউনিট প্রধান একেএম হুমায়ন কবিরসহ ইনস্টিটিউটের সকল শিক্ষক ও প্রতিনিধিগণ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের ৩৩টি উদ্ভাবনী প্রজেক্ট ও সৃজনশীল  কর্মকান্ড প্রর্দশনী করে এবং শিক্ষার্থীদের তৈরিকৃর্ত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে শিক্ষার্থীরা প্রশ্নের জবাব প্রদান করে। এ সময়   শিক্ষার্থীদের উদ্ভাবনী দেখে ইউএনও প্রসংশা করেন।

ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ বলেন, আশা করছি আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এবারও  শ্রেষ্ঠ হবে।

উল্লখ্য, ২০১৭সালে এ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চটগ্রাম বিভাগে প্রথম ও জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করে। প্রদর্শনী শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন