কাপ্তাই সুইডেন পলিটেকনিকে যন্ত্রকৌশলের নবীনবরণ অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের যন্ত্রকৌশল বিভাগের নবীনবরণ অনুষ্ঠান ৫১তম ব্যাচের আয়োজনে এবং যন্ত্রকৌশললের বিভাগীয় প্রধান বিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬এপ্রিল) বিকাল ৩টায় ইনস্টিটিউটে রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী  মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন,অভিভাবক ও সাংবাদিক কবির হোসেন, ভারপ্রাপ্ত চিফ ইন্সট্রাক্টার ইলেকট্রিক্যাল মো. শরীফুল ইসলাম ও জুনিয়র ইন্সট্রাক্টার ইফতেখার উদ্দিন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মো. শাখাওয়াত হোসেন, নুরুল আলম, আবু বক্কর ছিদ্দিক, মো. লিমন, শহীদুল ইসলাম প্রমুখ।

বক্তরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ উন্নয়নে কাজ কর এবং মাদককে না বল। পরে ৫১ ও ৫২তম ব্যাচের সকল শিক্ষার্থীরা নবীণবরণ উৎসব বিভাগীয় ভাবে পালন করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন