কাপ্তাই বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফর্মার চুরি

pdb-250kv-copy

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আট লক্ষ টাকা মূল্যের বিদ্যুৎ ট্রান্সফর্মার রহস্যজনকভাবে চুরি হয়েছে। কাপ্তাই কার্গো কাঁচামাল পারাপার প্রণালী টলির পার্শ্ববতী ঈদগাহ মাঠের পাশে অবস্থিত ১১হাজার কেভি. ক্ষমতা সম্পন্ন নিরাপত্তা বেষ্টনি হতে রহস্যজনকভাবে ১৫০কেভি ট্রান্সফর্মার কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার রাতে গোয়েন্দা সংস্থা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে ট্রান্সফর্মার এর কিছু যন্ত্রাংশ গর্তের মধ্যে পরিত্যাক্ত অবস্থায়  খড়কুটো দিয়ে ডেকে রাখা। পরর্বতীতে বিদ্যুৎ বিভাগের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দেখতে পায় যে, প্রায় দু’বছর বিদ্যুৎ বিহীন ২৫০ভোল্টের ট্রান্সফর্মারটি খুলে  দামি কয়েলটি নিয়ে যায়।

জানা যায়, এতদিন ট্রান্সফর্মারটির চারদিকে মোটা তারের পিঞ্জরি বেড়া দেয়া  থাকলেও ছিলনা কোন তালা বা নিরাপত্তার জন্য রাতে কোন বিদুৎ বাল্ব। চারদিকে আনসার, বিউবো নিরাপত্তা বাহিনী এবং প্রধান সড়কের পাশে সার্বক্ষণিক লোকদের  চলাচল থাকা সত্বেও সকলের চোখ ফাঁকি দিয়ে কোন এক সময় এটি চুরি করে নিয়ে যায়। স্থানীয় লোকজন এ ট্রান্সফর্মার খোয়া যাওয়াকে রহস্যজনক চুরি বলে মন্তব্য করছে।

রাতে ঘটনাস্থলে পিডিবি নির্বাহী প্রকৌশলী, নিরাপত্তা কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানা গেছে।

এদিকে বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী মজিবুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিত্যাক্ত জিনিস দেখে বলেন, এতবড় নিরাপত্তা  বেষ্টনি থাকা অবস্থায় চুরি হওয়া রহস্যজনক। ইদানিং কাপ্তাইয়ে এ ধরনের অনেক চুরি হচ্ছে অথচ প্রশাসনের কোন তৎপরতা নেই।

এ ব্যাপারে বুধবার কাপ্তাই থানায় একটি সাধারন ডায়রি করার কথা জানিয়েছেন আবাসিক প্রকৌশলী ( আরই) ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন