কাপ্তাই বিএম স্কুলের নৈশ্য প্রহরীর ৬ মাসের কারাদণ্ড

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই চন্দঘোনা বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শ্রেণী কক্ষে দীর্ঘ এক বছর যাবত অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন, ইয়াবা ক্রয়-বিক্রয় ও যৌন উত্তেজক ট্যাবলেট, কনডমসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের নৈশ্য প্রহরী শফিকুল ইসলাম(২৪)কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রামমান আদালত।

বৃহস্পতিবার(২১ জুন) রাত ১১.৪৫মিনিটে ওই বিদ্যালয়ে কাপ্তাই ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মাদ নুরু পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলামতসহ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী শফিকুল ইসলাম(২৪)কে হাতে নাতে আটক করে।

নৈশ্য প্রহরী জানান, তিনি বিদ্যালয়ের সভাপতির নির্দেশ মোতাবেক দীর্ঘ এক বছর যাবত এ কার্যক্রম করে আসছে।

ইউএনও জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন আলামত ও অভিযোগের প্রমানসহ বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে রাতে আটক করা হয়। এ অবৈধ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে নৈশ্য প্রহরীকে ভ্রাম্যমান অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এবং বিদ্যালয়ের সভাপতি সজিব বড়ুয়াকে শুক্রবার জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন