কাপ্তাই বিএন স্কুলের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাপ্তাই প্রতিনিধি:

বাংলাদেশ নৌবাহিনী স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও  দোয়া মাহফিল বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় নৌবাহিনী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

স্কুল শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শহীদ মোয়াজ্জম নৌঘাঁটির(বানৌজা) অধিনায়ক কমডোর এম মাহবুব-উল ইসলাম(এন), বিএসপি, এনডিসি, পিএসসি, বিএন। বক্তব্য রাখেন বিএন স্কুলের অধ্যক্ষ কমান্ডার এম রুহল আমিন সরকার ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নওসিন শারমিলি, মাহফুজা পারভীন, দুর্জয় দাশ।

প্রধান অতিথি কমডোর বলেন, তোমরা আগামীতে ভাল ফলাফল করে স্কুল তথা মা-বাবার আশা পূরণ করে দেশের জন্য কাজ করবে।

তিনি শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ নৌবাহিনী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ হওয়ায় এবং জেলার মধ্যে এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ হওয়ায় শিক্ষার্থী ও স্কুল শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ স্কুলে এবার ৭৬জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিবে। অনুষ্ঠানে নৌবাহিনীর বিভিন্ন পদের অফিসারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া ও মুনাজাত করেন শিক্ষক মাহাফুজ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন