কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউটের দু’ছাত্রের মধ্যে মারামারি, আহত ৩

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের দু’পক্ষের ছাত্রের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে মারামারির ফলে ৩জন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্রে জানা যায়, ইনস্টিটিউটের সিভিল উড বিভাগের ২য় বর্ষের  ইমরান নামের এক ছাত্র নিজেদের মধ্যে কোন্দলের জেরধরে সোমবার রাতে ইনস্টিটিউট প্রধান গেইটে ৩/৪জন ছাত্রকে নিয়ে ইকবাল(কনেস্ট্রেকশন বিভাগ) ও মোবারক হোসেন সিভিল উড বিভাগের ৩য় বর্ষের ছাত্রকে মারধর করে। এতে  ২জন ছাত্রই  গুরুতরভাবে আহত হয়।

ওই রাতের ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ছাত্ররা সিনিয়র ছাত্রকে মারধরের ফলে মঙ্গলবার সকালে মেক্যানিকেল বিভাগের মহরহম আলী নামের এক ছাত্র আব্দুল্লা জয় ইমন নামের আর এক ছাত্রকে বেদম মারধর করার খবর পাওয়া যায়। বর্তমানে আহত ছাত্ররা চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে ঘটনার অভিযুক্ত ছাত্র ইমরান ঘটনার পর হতে পলাতক রয়েছে বলেও জানা যায়।

এ ব্যাপারে অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আসুতোষ নাথ’র নিকট জানতে চাইলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন, আসলে ছাত্রদের নিজেদের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। আমি ঢাকাতে আছি ফিরে তদন্তমূলক দোষীদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন