কাপ্তাই নৌ স্কাউট লিডার বেসিক কোর্সের সনদ বিতরণ

NABY ADMERAL
কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই শহীদ মোয়াজ্জাম নৌ ঘাঁটি রিক্রিয়েশন বিনোদন কেন্দ্রে (বৃহস্পতিবার)রাতে ১৯তম নৌ স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন কারীদের মধ্যে সনদপত্র বিতরণ ও তাঁবুজলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন সহকারী নৌ প্রধান (অপারেশন্স)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম রেহানা আক্তার উপদেষ্টা বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘ, কেন্দ্রীয় কমিটি, বিএনএফডব্লিইএ কাপ্তাই শাখার ডেপুটি চেয়ারম্যান হুমায়রা আফজাল।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এ এস এম আফজালুল হক, ট্যাজ পিএসসি, বিএন।

বেসিক কোর্সের রিপোর্ট পেশ করেন কোর্স লিডার ও আঞ্চলিক সম্পাদক মশিউর রহমান। কোর্স সম্পন্নকারী ৪৪ জন প্রশিক্ষানার্থীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নৌ স্কাউটগণ নৌবাহিনীর সুনামরক্ষা রক্ষা করে চলছে । তারা দেশের গৌরব। কাপ্তাই বিএন স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তিনি প্রতিষ্ঠানের সকল দায়িত্বপ্রাপ্তদের প্রসংসা করেন।

তাঁবুজলসায় অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএন স্কুলের প্রিন্সিপাল কমান্ডার এম রুহল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ নৌ ঘাঁটির অফিসারগণ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন