কাপ্তাই নৌ বাহিনী সড়ক এলাকায় বন্যহাতির আক্রমনে দুইজন আহত

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই বন্য হাতির আক্রমনে দু’জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় এসএসডির বেসামরিক শ্রমিক ইব্রাহিম খলিল(৪৮) মটরসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে নৌ বাহিনী সড়কে বন্যহাতির একটি দল  তাকে  আক্রমন করে। এবং একই স্থানে থাকা নাম পরিচয় বিহীন পয়তাল্লিশ উর্ধ্বে একজন পাগলকে আক্রম করে।

এদের দু’জনেই  গুরুতরভাবে আহত হয়। পাগলটিকে নৌ বাহিনী হাসপাতালে এবং ইব্রাহিম খলিলকে চট্রগ্রাম সিএমএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চলতি মাসে আরও দু’জন ব্যবসায়ী এবং একজন পাগলকে বন্যহাতির দল আক্রমন করে। কাপ্তাইয়ে নৌ বাহিনী সড়ক, কাপ্তাই-রাঙ্গামাটি নতুন সড়ক ও ফরেস্ট এলাকায় প্রতিদিন বন্যহাতির আনাগোনা বৃদ্ধি পেয়েছে।

এলাকায় বসবাসরত কাপ্তাই বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌ. শামসুল আলম নুর মুন্না বলেন, আমাদের বাসার পাশে এবং আশ পাশে প্রতিদিন বন্যহাতি আসছে এবং কাঁঠালসহ অন্যান্য গাছ খেয়ে সব সাবাড় করে দিয়েছে। প্রতিদিন বন্যহাতির দল লোকালয়ে আসছে এবং মানুষজন নিজ মোবাইল ও ক্যামেরায় বন্যহাতির দৃশ্য ধারন করছে। তবে এলাকার লোকজন প্রতিনিয়ত আতঙ্ক ও ভয়ভিতির মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন