Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কাপ্তাই নতুনবাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

NUTUN BAZAR copy

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার দশটি উপজেলার মধ্যে সব চেয়ে বৃহৎ বাজার হলো কাপ্তাই নতুনবাজার। ওই বাজারটি ৮৬সালে প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী বাজারটি বিভিন্ন দিক দিয়ে তার সুনাম বজায় রেখেছে। প্রতিবছর এ বাজার হতে রাঙ্গামাটি বাজার ফান্ড লক্ষ,লক্ষ টাকা সরকারী রাজস্ব নিচ্ছে। ২৩ ফেব্রুয়ারি কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতি লি. রেজিনং-০৩(কাঃউঃ), এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন  নিয়ে চলছে ব্যাপক-জলপনা-কল্পনা। কাপ্তাই নতুনবাজার পাঁচ শতাধিক ব্যবসায়ীর দোকান রয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোট ভোটার রয়েছে ৫২৭জন। প্রতিদ্বন্দ্বীরা বাজারের ব্যাপক উন্নয়ন, মডেল বাজার, ব্যবসায়ীদের সকল সুযোগ-সুবিধা প্রদান করার আশ্বাস দিয়ে ১২টি পদের জন্য ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এবারের নির্বাচনে সামাজিক, রাজনৈতিক, হেভিয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছে।

বাজার কেন্দ্রিক নির্বাচনের জন্য কেউ, কেউ, রাজনৈতিক, আঞ্চলিক, টানে গোপনে কাজ করছে বলেও জানা যায়। তবে ব্যবসায়ী ভোটাররা বলছে যারা বাজারের উন্নয়ন করবে, ব্যবসায়ীদের সুখে, দুঃখে পাশে থাকবে সে সকল যোগ্যপ্রার্থীকে আমরা নির্বাচিত করবো। আমরা কোন দল বা আঞ্চলিকতা  বুঝিনা। প্রার্থীরা ভোটের জন্য দোয়া, বাজার ও বাসায় গিয়ে ভোট প্রার্থনা করছে। এটি হল বাজার কেন্দ্রিক নির্বাচন বলেও মন্তব্য  প্রকাশ করেন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছে তিন জন এরা হলো মো জয়নাল অবেদীন প্রতীক(ছাতা), সাগর চক্রবর্তী (চাকা), মো. খালেকুন নুর সিকদার(চেয়ার),

সহ-সভাপতি ৪জন মো. মহি উদ্দিন(হারিকেল), মো. একরামুল হক(আমা), মো. নিজাম উদ্দিন(কলস), মো. আবুল হাশেম(টেবিল), সম্পাদক পদে ২জন মো. সামশুল আলম নুর মুন্না(গোলাপ ফুল), হাজী কবির আহাম্মদ(দোয়াত কলম), সহ-সম্পাদক ২জন লিটন কুমার বড়ুয়া(হাতি), মো. বদরুদ্দোজা(মাছ), সাংগঠনিক পদে ২জন মো. জাসেদ বাহাদুর(মই) মো. নুরুল আলম মানিক(টেলিভিশন), অর্থ সম্পাদক ২জন মো. সিরাজুল ইসলাম(হাত-পাখা), মো. জয়নাল আবেদীন(মোমবাতি), সদস্যপদে পাঁচজন প্রতিদ্বন্দ্বীতা করছে এরা হলো মো. মোকারম( খেজুর গাছ), মো. আব্দুল মান্নান(কুড়াল), মো. ইয়াছিন আলম(আপেল),মো. ইকবাল হোসেন মাসুদ(দেওয়ার ঘড়ি), মো. সাদ্দাম হোসেন( ডাব),মো. লোকমান হোসেন(মোবাইল ফোন),মো. রফিকুল আলম(আনারস) ও মো. জামাল উদ্দিন(হরিণ)।

এদিকে নির্বাচন কমিশন আশিষ দাশ, তরুন কুমার দে, মো. ইউসুফ সূত্রে জানা যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন