কাপ্তাই জয়কালী মন্দিরের তিন দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী

Monder copy

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই  লগগেইট শ্রী শ্রী  জয় কালী মন্দিরের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে  তিন দিনব্যাপী ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও সার্বজনীন ‘অষ্টম প্রহরব্যাপী মহাননামযজ্ঞ’ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়। ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও সার্বজনীন‘ অষ্টপ্রহরব্যাপী মহাননামযজ্ঞ’ উদ্বোধন করেন জয় কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী। ধর্মীয়  আলোচনা করেন ডা. সুপন বিশ্বাস। পৌরহিত্য করেন শ্রীমৎ স্বরুপ দাশ বাবাজি।

তিনদিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে পুরস্কার বিতরণ, রাধাগোবিন্দ ও পঞ্চতত্তের রাজভোগ নিবেদন, ভোগ আরতি, মহাপ্রমাদ বিতরণ, পূর্ণাহুতি ও কীর্ত্তন সহকারে নগর পরিক্রমাসহ নানা আয়োজন।

জয়কালী মন্দিরের সভাপতি সমীর প্রসাদ ধর বলেন, তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক এবং বিশ্বশান্তি কামনায় এ অনুষ্ঠান সাজানো হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কাপ্তাই শিল্পকলা একাডেমীর  সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলনদত্তসহ অন্যন্যা নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন