কাপ্তাই গরু বাজারে পাহাড়ী গরুর কদর বেড়েছে, দামও প্রচুর

cow copy

কাপ্তাই প্রতিনিধি:

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ী গরুর কদর বেড়ে গেছে।একেকটা গরুর মূল্য এতই বেশি হাঁকান বিক্রেতারা তাতে দাম শুনে দ্বিতীয়বার আর গরুর পাশে যায় না ক্রেতারা।

সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, পবিত্র কোরবানীর ঈদকে সামনে রেখে কাপ্তাই নতুনবাজার আনন্দমেলা ঘাটে ইতিমধ্যে পাহাড় থেকে প্রচুর গরু বিক্রয় করার জন্য আনা হয়েছে। প্রভাবশালী ও অন্যান্যদের মধ্যে পাহাড়ী গরুর চাহিদা যেন অনেক বেশি।

ক্রেতা মিজানুর রহমান ও আবু বক্কর ছিদ্দিকের নিকট জানাতে চাইলে তারা বলেন, পাহাড়ী গরু সব সময় পাহাড়ের থেকে ন্যাচারাল খাবার খায়। এ গরুর মধ্যে ভেজাল একদম কম। তাছাড়া মোটা তাজাকরণের কোন ট্যাবলেট বা ইনজেকশনও ব্যবহার করতে হয়না বলেও মনে করেন তারা।

এদিকে কাপ্তাই হাটে গরুর দাম বেশী হওয়ার দরুন অনেক ক্রেতা বাহিরে গিয়ে অন্য বাজার থেকে গরু ক্রয় করে আনছে। গরু বিক্রেতা আবুল কালাম তাঁর একটি গরুর দাম দিয়েছে একলাখ বিশ হাজার টাকা। তিনি জানান, ক্রেতারা দাম হেঁকেছেন একলাখ আট হাজার টাকা তবুও তিনি বিক্রয় করেন নি বলেন জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন