কাপ্তাই কর্ণফুলী উচ্চ বিদ্যালয়ে রি-ইউনিয়নের দু’দিনব্যাপী মেলা অনুষ্ঠিত

x-st-pdb-copy

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই কর্ণফুলী(প্রকল্প) উচ্চ বিদ্যালয় এর রি-ইউনিয়ন দু’দিন ব্যাপী ‘প্রাণের মেলা ২০১৬’ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ১৯৫৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রাণের মেলায় দেশ-বিদেশ হতে ছুটে আসে। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে সাদা গেঞ্জি ও সবুজ রঙের টুপি পড়ে র‌্যালিতে অংশ নেয়। পরে প্রাণের মেলায় প্রাক্তন স্কুল  শিক্ষকদের সংবর্ধণা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রাণের মেলা উদ্বোধন করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উৎপাদন সদস্য প্রকৌশলী আনোয়ারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রি-ইউনিয়নের প্রধান উপদেষ্টা মেজর জেনারেল(অবঃ) এম. আসহাব উদ্দিন, বিমান বাহিনীর উপ-প্রধান নাঈম হাসান, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক প্রকৌ. আব্দুর রহমান, রি-ইউনিয়ন সভাপতি নন্দী রানা লাল, সম্পাদক হযরত আলী ভুইয়া প্রমূখ।

শনিবার এ মেলা আনন্দ উৎসবের মাধ্যমে শেষ হবে বলে আয়োজক কমিটি উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন