Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কাপ্তাইয়ে ব্যাংঙছড়ি বন বিভাগের রোপিত চারা নিয়ে শত্রুতা

কাপ্তাই প্রতিনিধি:

রোপায়িত চারা গাছের সাথে এ কেমন শত্রুতা। সিএইচটি প্রকল্পের আওতায় পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীনে কাপ্তাই রেঞ্জের ব্যাংঙছড়ি বিটের ডবল ব্রিজের সংলগ্ন, ২০১৭-২০১৮ আর্থিক সালের ৪০হেক্টর এ, এন. আর সৃজন বাগানের রোপিত ১হাজার ৭শ’ ৭৬টি গর্জন, চাপালিশ, জারুল, বইলাম ও জাম চারা কে বা কারা তুলে নিয়ে যায় তা এখনও জানা যায় নি।

বুধবার (৮ আগস্ট) দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) নুরুল ইসলাম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিট কর্মকর্তাসহ স্টাপগন প্রতিদিনের ন্যায় বাগান টহল দিতে গেলে দেখতে পায় রোপিত কোন গাছের কোন চারা নেই।

সহকারী বনসংরক্ষক বলেন, গাছের সাথে শত্রুতা আমরা তদন্তপূর্বক এর ব্যবস্থা নিব। ওই বিটের কর্মকর্তা ফরেস্টার মোঃ নজরুল ইসলাম এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি সাধারন ডায়রী করেছেন বলে উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন