কাপ্তাইয়ে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কাপ্তাই প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
সোমবার (২৬মার্চ) সকাল ৭টায় কাপ্তাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।

এসময় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কর্ণফুলী স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, ডিসপে, ক্রীড়া অনুষ্ঠান, প্রীতিফুটবল প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্বা ও শহীদ পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতালে উন্নতমানের খানা, চিত্রাংকন, নৌকা বাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে মুক্তিযোদ্বাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনার পূর্বে সকল মুক্তিযোদ্বাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদর হোসেন। বক্তব্য রাখেন সার্কেল এএসপি আসলাম ইকবাল,মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, নুর বেগম মিতা,কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর,মাহমুদ হাসানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন এ সময় উপসিস্থত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন