কাপ্তাইয়ে বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ে বিজিবি দিবস উপলক্ষে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উদ্যোগে বুধবার (২০ ডিসেম্বর) এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

উপ-অধিনায়ক মেজর মাহামুদ হাসান এর বক্তব্যের মাধ্যমে জানা যায় বর্ডার গার্ড বাংলাদেশ ২২২ বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দিবসটিতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সকল ইপিআর সদস্যদের। যারা দেশের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযোদ্ধায় ঝাঁপিয়ে পড়েছিল।

এ বাহিনীর প্রায় ১২হাজার বাঙালি সদস্য মুক্তিযোদ্ধায় সক্রিয় অংশগ্রহণ করে ৮১৭জন সদস্য শাহাদা বরণের মধ্যদিয়ে মুক্তিযোদ্ধায় অবদান রাখে। তারেই স্বীকৃতি স্বরুপ ওই বাহিনীর ২জন বীরশ্রেষ্ঠ, ৮জন বীর উত্তম, ৩২জন বীর বিক্রম এবং ৭৭জন বীরপ্রতীক খেতাব অর্জন করে মহিমান্বিত করেছেন বিজিবির গৌরবময় ইতিহাসকে। এছাড়া বিজিবির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

প্রীতিভোজে সভাপতিত্ব করেন ১৯ বজিবি অধিনায়ক লে. কর্ণেল শহীদুল ইসলাম পিএসসি। প্রধান অতিথি ছিলেন বানৌজা শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির অধিনায়ক কমডোর এম মাহাবুব উল ইসলাম (এন), বিএসপি, এনডিসি, পিএসসি, বিএন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান, কাপ্তাই শাখা ডিজিএফ আই অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যাসহ বিভিন্ন শাখার কর্মকর্তা, অফিসার, জনপ্রতিনিধি, সাংবাদিক, পদবীর সৈনিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন