কাপ্তাইয়ে বিএনপি ও আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) কাপ্তাই উপজেলার উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রম শুক্রবার থেকে শুরু হয়েছে। ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

উপজেলা বিএনপির সহ সভাপতি জাফর আহমেদ স্বপনের সভাপতিত্বে সদস্য সংগ্রহ কর্মসুচীতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার,ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি একরাম হোসেন,সম্পাদক অজিত কার্বারী,উপজেলা যুবদল সভাপতি জাকির হোসেন,উপজেলা শ্বেচ্ছাসেবক দল সভাপতি নাছির উদ্দিন চৌধুরী,উপজেলা তৃনমূল সভাপতি আশীষ চৌধুরী,উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোলাইমান মাহমুদ,সাধারণ সম্পাদক হষরত আলী সুমন প্রমুখ।

সদস্য সংগ্রহ কর্মসুচীতে বক্তাগণ বলেন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে আবারোও ক্ষমতায় যেতে হলে আন্দোলন সংগ্রামের বিকল্প নাই। তাই সকলকে আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে আগামীতে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে উপজেলা এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্বরের নেত্ববৃন্দ উপস্হিত ছিলেন।

এদিকে যারা সদস্য সংগ্রহ ও নবায়ন করবেনা তারা আ’লীগের কোন পদে থাকতে পাড়বেনা। যে ঘরে বিএনপি আছে সে ঘরে ফরম পূরণ করে কোন লাভ নেই। আ’লীগ মুক্তিযুদ্ধে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে গড়া এ সংগঠন। সকলে মিলে আবার আ’লীগকে ক্ষমতায় আনার জন্য একযোগে কাজ করতে হবে।

শুক্রবার(১৮আগস্ট) বিকালে কাপ্তাই ইউনিয়ন আ’লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উদ্বোধনে প্রধান অতিথি উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন।

কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ৪নং ইউপি কার্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি সাগর চক্রবর্ত্তী। সদস্য সংগহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সিনিয়র সহ-সভাপতি প্রকৌঃ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা যুগ্ম সম্পাদীকা মাকসুদা খানম, ইউনিয় আ’লীগ সহ-সভাপতি হাজী কবির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী শামসুল ইসলাম আজমির, উপজেলা  ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির রাসেল, সেচ্ছাসেবকলীগ সম্পাদক মো. ইলিয়াছ, যুবলীগ মভাপতি সাইফুল ইসলাম, ইউনিয় আ’লীগ সাংগঠনিক সম্পাদক আকতার আলম, ছালে আহমেদ প্রমুখ।

এ সময় আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাস ব্যাপী এ সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন