কাপ্তাইয়ে দীপংকর তালুকদার এগিয়ে

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ে বেসরকারি ভাবে ফলাফলে ২৭৫৩৮ ভোট পেয়ে এগিয়ে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দি নৌকা পেয়েছে ২৭১০ভোট। সিংহ ২৫৬৫, হাতপাখা ১০১, কোদাল ৪৪ ভোট।

কাপ্তাইয়ে মোট ভোটার সংখ্যা ৪৩হাজার ৮৫৪জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ৩৩৩৬৪টি এবং বাাতিল হায়েছে ৩৬৫ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার(৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ।

এসময় কাপ্তাইয়ের ১৮টি কেন্দ্রে বিপুল পরিমান সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সরজমিনে দেখা যায়, কেন্দ্রগুলোতে পুরুষ ভোটের তুলনায় নারী ভোটারের উপস্থিত ছিল চোখে পড়ার মত। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে কেন্দ্রে আসে।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার ইসলাম চৌধুরী বেবী বলেন, আমার ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

কেন্দ্রে আসা বৃদ্ধ নাজমা ইন্দমোহন তংচঙ্গ্যা জানান, শন্তিপূর্ণভাবে ভোট  অনুষ্ঠিত হয়েছে।

সমাজ সেবক সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আকতার আহমেদ বলেন, স্ব-পরিবার উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি।

অতিরিক্ত পুলিশ সুপার(কাপ্তাই সার্কেল) জুনায়েদ কাউছার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বভাবিক রয়েছে।

এদিকে ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতাকারী মনিস্বপন দেওয়ানের কাপ্তাই উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব জাফর আহমেদ স্বপন স্থানীয় সংবাদকর্মীদের অভিযোগ করেন, কাপ্তাই চিৎমরম ইউপি কেন্দ্র, বড়ইছড়ি সরকারি কেন্দ্র, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, বিএফআইডিসিসহ অনেক কেন্দ্রে তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বাহির করে দিয়েছে। ভোটারদের ভোট  দিতে পথে পথে বাধাসহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে বলে দাবি করেন।

এছাড়া জেএসএস কাপ্তাই উপজেলা প্রধান নির্বাচনী এজেন্ট বিক্রম মারমা অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন বাহিনীর আমাদের ভোট দিতে বাধা সৃষ্টি করেছে। তিনি প্রশাসনের নিকট বিচার চেয়েও সুষ্ঠু বিচার পায়নি বলেন অভিযোগ করেন।

এদিকে কাপ্তাই উপজেলা সহকারী রিটানিং অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কাপ্তাই উপজেলার ১৮টি কেন্দ্রে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর ও কোনো ধরনের প্রার্থীর নিকট হতে অভিযোগ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন