কাপ্তাইয়ে উপজেলা খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালা

Land 18-01 copy

কাপ্তাই প্রতিনিধিঃ

জাতীয় ভূমি জোনিং প্রকল্প’র উদ্যোগে বুধবার কাপ্তাই  উপজেলা খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে উপজেলা রেস্ট হাউজে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা জোনিং প্রকল্পের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ভূমি, বন, কৃষি, মৎস্য, ইকোট্যুরিজম, শিল্প কলকাখানা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জিনিস যাচাইকরণ নিয়ে এলাকার ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, হেডম্যান, কার্বারী, রেঞ্জ কর্মকর্তা, মিডিয়াসহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে উপজেলা ভূমি ম্যাপ যাচাইকরণ কর্মশালা সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন জাতীয় ভূমি জরিপ প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব শওকত আকবর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম।

কর্মশালায় ভূমি জরিপ নিয়ে মূলপ্রবন্ধক পাঠ করেন স্যোসাল এন্ড ইনস্টিটিউশনাল মিজানুর রহমান। কাপ্তাই জোনিং নিয়ে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, খ্যাইসা অং মারমা, বিপ্লব মারমা, চিরনজিত তংচঙ্গ্যা, কাপ্তাই থানা কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এইচএম বেলাল চৌধুরী, মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, বন কর্মকর্তা শরিফুল আলম, শাহাজাহান আলী, দেবদাশ মুখার্জী, সাংবাদিক কবির হোসেন, মোশাররফ হোসেনসহ বিভিন্ন অফিসারগণ তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন।

এদিকে প্রধান অতিথি প্রকল্প পরিচালক বলেন, আমরা কাপ্তাই এসে অনেক অজানা তথ্য পেয়েছি। যা আমাদের ভূমি জরিপে কাজে আসবে। তিনি আরও বলেন, আপনেরা নিজ উদ্যোগে তামাক চাষ বন্ধ করে নিজ ভূমিতে অন্যকিছু চাষ করুন তাতে সফল হওয়া যাবে। তামাক চাষে ভূমি ক্ষতি সকলের ক্ষতি আপনেরা এ হতে বিরত থাকুন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন