কাপ্তাইয়ে আইনশৃঙ্খলার উন্নতি

UNO copy

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাইয়ের আইন শৃঙ্খলা এবং নাশকতা আগের তুলনায় অনেক ভাল। কিছু কিছু মাদক ব্যবহার হচ্ছে। এলাকার লোকজন, পাড়া এবং ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে অতিশয় তা নির্মূল করা হবে।

বুধবার কাপ্তাই উপজেলা আইন শৃঙ্খলা মাসিক সভায় সকল সদস্য ও আইশৃঙ্খলা বাহিনী এ মত প্রকাশ করে। উপজেলা রেস্ট হাউজ কক্ষে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সঞ্চালনায় সভাটি সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামন্ত, সাংবাদিক কবির হোসেন, সকল ইউপি চেয়ারম্যান, বিজিবি, এনএস আই প্রতিনিধি, কাজী মাকসুদুর রহমান বাবুলসহ সকল সদস্য বৃন্দ।

সভায় মাদক, তামাক চাষ, অবৈধ এবং বেপরোয়া ভাবে অপ্রাপ্ত বয়স্ক চালক, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মাসিক আইনশৃঙ্খলা সভায় নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম সাংবাদিক কবির হোসেন কে ধন্যবাদ জানান, তিনি একটি বিদ্যালয় নিয়ে সংবাদ প্রকাশ করায় দু’বছর পর বিদ্যালয় শিক্ষক ধারা চালু হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন