কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় দু’শ্রমিকের মধ্যে সংষর্ষ: আহত ১

কাপ্তাই প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় কাজ নিয়ে দু’শ্রমিকের মধ্যে সংষর্ষ বাঁধে। এতে আহত এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রকেক্ট এলাকায় জেনারেল ষ্টোরে  ডিউটিরত অবস্থায় যান্ত্রিক সংরক্ষন বিভাগে ( জাসবি-১) এ ফোরম্যান গোলাম কিবরিয়া কর্মনায়ক(৪৩) দ্বায়িত্বরত অবস্থায় কাজ করছিল । এমন সময় অত্র বিউবোর সংরক্ষণ বিভাগ গজ পাঠক মারুফ সিকদারের সেসয়  ডিউটি না থাকলেও ফোরম্যানকে তার কাজ হচেছনা বলে শাসাচ্ছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক এবং পরে হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে মারুফ কাঠের বাটাম দিয়ে কর্তব্যরত শ্রমিককে এলোপাতাড়ি আঘাত ও কিলঘুষি মারলে এতে কিবরিয়া গুরুত্বর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে । অন্যন্যা শ্রমিকরা আহত ফোরম্যানকে দ্রুত নিজস্ব পিডিবি হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় দায়িত্বরত সকল কর্মকর্তারা আহত শ্রমিককে দেখার জন্য হাসপাতালে ছুটে আসে। এবং দোষী শ্রমিকের বিরুদ্ধে বিভাগীয়  ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন