Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের বিদায়

Kawkhali UNO News-Pic copy

কাউখালী প্রতিনিধ:

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারকে অশ্রুসিক্ত বিদায় জানালো কাউখালীর সর্বস্তরের মানুষ। মঙ্গলবার দুপুরে কাউখালী অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে বর্তমান ইউএনও’র বিদায়  ও নবাগত ইউএনও আজগর আলীর বরন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম. চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো কাজ করলে সর্বক্ষেত্রে যেমন স্বীকৃতি পাওয়া যায় তেমনি সাধারণ জনগণও এসব কর্মকর্তাদের আজীবন মনে রাখে। যে সকল সরকারী কর্মকর্তা নিজের কর্মস্থলের জনসাধারণকে আন্তরিক ভাবে গ্রহণ করতে পারে তারা অবশ্যই সফলতার মুখ দেখবেই।

বক্তারা বলেন, সরকারী সেবা সমূহ থেকে সাধারণ জনগণ যাতে বঞ্চিত না হয় সেক্ষেত্রে সকলকে কর্মকর্তা কর্মচারীকে আরও দায়িত্বশীল হতে হবে। বক্তারা সরকারী কর্মকর্তাদের জনগণের শাসক না হয়ে সেবক হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কাউখালী উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার আফিয়া আখতারের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, বিভিন্ন সম্প্রদায়ের বসবাস কাউখালী উপজেলায় পাহাড়ি বাঙ্গালীর সম্প্রীতির ক্ষেত্রে বিদায়ী ইউএনও’র উদ্যোগ কাউখালীবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও আফিয়া আখতার বক্তব্য দিতে গেলে পুরো হলজুড়ে পিনপতন নিরবতা সৃষ্টি হয়। এসময় হৃদয় বিদারক এক দৃশ্যের অবতারনা ঘটে। সরকারী কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষ হাউমাউ করে কেঁদে উঠেন। মানুষের কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন ইউএনও নিজেই।

কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার আফিয়া আখতার, নবাগত নির্বাহী অফিসার আজগর আলী, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মংসুউ চৌধুরী, এ্যানি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদিস চাকমা। কাউখালী প্রেসক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, সাংবাদিক মো. জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, মেহদী হাসান সোহাগ।

বিদায় ও বরন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, মেম্বার,  কার্বারী, ধর্মীয় নেতা, স্কুল কলেজের শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য কাউখালী উপজেলা বিদায় নির্বাহী অফিসার আফিয়া আকতার চট্টগ্রামে জেলার বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বুধবার (০১ মার্চ) যোগদান করবেন। এছাড়া মিরাশ্বরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন