কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

কাউখালী প্রতিনিধি:
“মাছচাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে কাজে লাগানোর আহবান জানিয়ে কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০১৭ পালিত হয়েছে। সপ্তাহব্যাপী প্রচারণা মাইকিং, র‌্যালী, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা কার্যক্রমবিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়।

সোমবার দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান কাউখালী অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানী চাকমা,মংসুউ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ।

সভায় আর্তকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবং অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকার তিনজন সফল মৎস্য চাষীকে পুরষ্কৃত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন