কাউখালীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি, গৃহকর্তা আহত

কাউখালী প্রতিনিধি:

রাঙামাটির কাউখালীতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ ত্রিশ হাজার টাকা লুটে নিয়েছে ডাকাত দল। এ সময়  ডাকাত দলের লাঠির আঘাতে গৃহকর্তাসহ ২জন আহত হয়েছেন।

সোমবার(৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মঙ্গলবার সকালে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও এটিকে ডাকাতি হিসেবে না দেখে পারিবারিক সত্রুতা হিসেবে মনে করছেন।

আহতরা হলেন, তারাবনিয়ার মংচাথোয়াই মারমার ছেলে অংচিনু মারমা (৩০) ও তার মা পোংসাই মারমা (৬০)।

গৃতকর্তা ও সাবেক মহিলা মেম্বার পোংসাই মারমা জানান, সোমবার রাত ১২টার সময় তারাবুনিয়া এলাকার চিহ্নিত ডাকাতদল তার বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে অন্ধকারে তাদের সাবাইকে এলোপাতাড়ি লাঠিপেটা করতে থাকে। এ সময় আমি ঘরের বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে গেলে তারা আমাকেও মারধর করে।

তিনি জানান, এ সময় আমার ছেলে অংচিনু মারমা বাধা প্রদান করতে গেলে ডাকাতদল তাকে লাঠি দিয়ে উপর্যপুরি আঘাত করতে থাকে। এতে সে রক্তাক্ত হয়ে মেঝেতে লুটে পড়ে। এ সময় ডাকাতদল ছেলে অংচিনু মারমার সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা লুটে নেয়। মধ্যরাতে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ডাকাতদল পালিয়ে যায়।

পোংসাই মারমা জানান, ডাকাতি করতে আসা সবই ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা হলো ১। পাইশিথুই মারমার ছেলে মংহ্লানু মারমা প্রকাশ কেবলা (৩০), ২। তার ভাই অংসাচিং মারমা (২৬), ৩। একই এলাকার ক্যউচিং মারমার ছেলে পাইচামং মারমা (২৪), ৪। তোচামং মারমা (২৮), ৫। মংশিপ্রু মারমা (৩০), ৬। অংপাথোয়াই মারমার ছেলে উসাইমং মারমা (৩২), ৭। মনি মারমা (২৫)। ঘটনার সাথে জড়িতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী হওয়ায়র পরও বিষয়টিকে সামাজিকভাবে মিমাংশার চেষ্টার চালাচ্ছেন ঐ এলাকার সাবেক মেম্বার অংখ্যাচিং মারমা।

কাউখালী থানার ওসি মনজুর আলম জানান, এটি কোনো ডাকাতির ঘটনা নয়। ঘটনার সাথে জড়িতদের সাথে গৃহকর্তা ও সাবেক মহিলা মেম্বারের পরিবারিক শত্রুতা থাকতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন