কাউখালীতে গণহত্যা দিবস পালিত

কাউখালী প্রতিনিধি:

কাউখালীতে ৩৮ তম গণহত্যা দিবস পালন করছে ইউপিডিএফ সমর্থিত তিনি সংগঠন।
১৯৮০ সালের ২৫ মার্চ রাঙ্গামাটির কাউখালীতে হওয়া গণ্যহত্যাকে উপজাতিয় গণহত্যা ও এছাড়াও হিল ইউমেন্স নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবীতে সমাবেশ করে সংগঠনটি।

রবিবার (২৫মার্চ) সকাল ১১টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের জনুমাছড়া স্কুল মাঠে এক সমাবেশের আয়োজন করে পাহাড়ী ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল ইউমেন্স ফেডারেশন।

যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রুপম মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদিস চাকমা, ইউপিডিএফ নেতা নয়ন জ্যোতি চাকমা, নলিন্দ চাকমা, হিল ইউম্যান্স নেত্রী রুপসী চাকমা, পিসিপি নেতা ডিএস চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮০ সালে কাউখালীতে সকল গণহত্যার বিচার করতে হবে। এছাড়া ২৫ মার্চ গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

তারা বলেন, রাঙ্গামাটির কুতুকছড়িতে চলতি মাসে অপহরণ করা হয়েছে হিল ইউমেন্স নেত্রীকে। প্রশাসন এখনো তাদের উদ্ধার করতে পারেনি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন