কর্মসৃজন প্রকল্পের আওতায় জনগুরুত্বপূর্ণ স্থান ময়লা-আবর্জনামুক্ত করা হবে

 

ramu pic cleaning 25.2

রামু প্রতিনিধি:

রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, সরকার বেকার জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার পরিষ্কার-পরিচ্ছনতা ও অবকাঠামোগত উন্নয়নে অধিক গুরুত্ব দিচ্ছে। কর্মসৃজন প্রকল্পের আওতায় জনগুরুত্বপূর্ণ স্থানগুলোকে ময়লা-আবর্জনামুক্ত এবং চলাচলের পথসমূহ সংস্কার করা হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচীর প্রথম দিনে চৌমুহনী স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে রিয়াজ উল আলম এসব কথা বলেন।

শনিবার সকালে রামু চৌমুহনী স্টেশনের পশ্চিম পাশে এ কর্মসূচীর উদ্বোধনকালে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, চৌমুহনী বণিক সমবায় সমিতিরসহ সভাপতি রুহুল আমিন রকি, ইউপি সদস্য আবুল বশর, মোর্শেদ আলম, সন্তোষ বড়ুয়া, মো. কামাল, লিটন বড়ুয়া লুতু, যুবলীগ নেতা নবীউল হক আরকান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন