কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রস্তুতিমূলক সভা

RHDC Picture-22-10-13-01 copy

আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙ্গামাটি রাজবন বিহারে অনুষ্ঠিতব্য আগামী ১৪-১৫ নভেম্বর ২০১৩ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে এবং পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহামন, বিদ্যুৎ উন্নয়ন বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম সরকার, রাজবন বিহারের যুগ্ন সম্পাদক অমিয় খীসা, নির্বাহী সদস্য রনেল চাকমা রিন্টু, বিজিবি’র প্রতিনিধ সিগ: রতন কান্তি বড়ুয়া, গোয়েন্দা বিভাগের এডি এম এমরুল কায়েস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, পুলিশ বিভাগের ডিআইও-১ মোঃ ইসমাইল হোসেন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম চৌধুরী, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, ডিইজি’র ইয়াকুব, পরিষদের নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুদ্দোহা নূরুন্নবী, রাঙ্গামাটি সরকারী কলেজের প্রভাষক শান্তনু চাকমা, রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি নূরুল আবছার ও জেলা সিভিল সার্জন এর সিনিয়র স্বাস্থ্য বিভাগ অফিসার সুপতি রঞ্জন চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্মকর্তাদের মূল্যবান মতামত ও পরামর্শ এবং গুরুত্বপূর্র্ণ প্রস্তাবনা গুরুত্বের সাথে বিবেচনা করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব রাঙ্গামাটি রাজবন বিহারে যথাযথ ধর্মীয় মর্যাদায় সুচারুরূপে সম্পন্ন এবং এ অনুষ্ঠানকে  সাফল্যমন্ডিত করতে জেলা প্রশাসন,  পুলিশ বিভাগ, সেনাবাহিনী, বিজিবি, পৌর কর্তপক্ষ, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপথ বিভাগ, তথ্য অফিস, বিদ্যুৎ বিতরণ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন’সহ সরকারি অন্যান্য সকল প্রতিষ্ঠানকে সহযোগিতা  প্রদানের জন্য আহ্বান জানান। 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বৌদ্ধ, রাঙামাটি, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন