কক্সবাজার-২ আসনে জাপার চূড়ান্ত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মোহিবুল্লাহ

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব মোহাম্মদ মোহিবুল্লাহ।
২২ সেপ্টেম্বর সকাল ১০টায় শহরের হোটেল ওশান প্যারাডাইজ এর লবিতে সাক্ষাতকালে মোহাম্মদ মোহিবুল্লাহকে এমপি প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।

ঘোষণাকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ (অব.) আকতার, জেলা জাপার সভাপতি আলহাজ্ব মোহাং ইলিয়াছ এমপি, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ তারেক, শহর জাপার সভাপতি মো. কামাল উদ্দিন কামাল, মহেশখালী উপজেলা সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জেলা শ্রমিক পার্টির সভাপতি এসএম বাবর, সদর জাপার সভাপতি মেহেরুজ্জামান।

এছাড়া মহেশখালী-কুতুবদিয়া সংসদীয় আসনের অসংখ্য লোকজন মোহাম্মদ মোহিবুল্লাহর প্রার্থীতা ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
এ সময় দলীয় নেতাকর্মীদের পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ মোহিবুল্লাহকে বিজয়ী করতে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ার নির্দেশ দেন। সেই সাথে তৃণমূলে দলকে আরো বেশী শক্তিশালী ও সুসংহত করার নির্দেশনা দেন এরশাদ।

এদিকে জাতীয় পাটির একক প্রার্থী হিসাবে মোহিবুল্লাহর নাম ঘোষনা করায় মহেশখালী কুতুবদিয়ার জাতীয় পার্টির নেতা কর্মীদের মাঝে চাঙ্গাভাব বিরাজ করছে। যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা দেয়ায় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তৃণমুলের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন