কক্সবাজার সৈকতে শতাধিক কাছিম বাচ্ছা অবমুক্ত

DSC_0437 copy

কক্সবাজার প্রতিনিধি:

জীব বৈচিত্র্য ও উপকূলের পরিবেশ রক্ষায় কক্সবাজার সমুদ্র সৈকতে শতাধিক কাছিমের বাচ্ছা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সমুদ্র সৈকত লাবণী পয়েন্টে এসব কাছিমের বাচ্ছা অবমুক্ত করা হয়। বনবিভাগ ও হিমছড়ি জাতীয় উদ্যান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এসব বাচ্ছা অবমুক্ত করা হয়।

এ সময় বনবিভাগ কর্মকর্তা (দক্ষিণ) মো. আলী কবির জানান, কাছিম প্রজ্জনন বৃদ্ধি জন্য বনবিভাগের উদ্যোগে দীর্ঘ ৮ যাবৎ কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূল থেকে কাছিমের ডিম সংগ্রহ করা হয়। তা ৬৫ থেকে ৭০ দিন সংরক্ষণ করে বাচ্ছা ফোটানোর পরপরই সাগরে অবমুক্ত করা হয়। মহেশখালীর সোনাদিয়া পূর্ব পাড়া, রামুর পেচারদ্বীপ ও টেকনাফের শীলখালী, সেন্টমার্টিন দ্বীপের এ ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত তিন মাসে প্রায় ৫ হাজার কাছিমের বাচ্ছা সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয় বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন