কক্সবাজার সৈকতে কুকুরের আক্রমনে মারা পড়ছে কাছিম

বিশেষ প্রতিনিধি:

উদ্যোগের অভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন স্থানে বেপরোয়া কুকুরের আক্রমণে মারা যাচ্ছে ডিম পাঁড়তে আসা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কাছিম। বিরল প্রজাতির কাছিমের জন্য পূর্বে অনেক সংরক্ষণের ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই ব্যবস্থা আর নেই বললেই চলে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এবিষয়ে জনসচেতন মূলক প্রচারণা চালালেও যত্রতত্র পড়ে থাকা এই মৃত কাছিমের জন্য কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি জেলা প্রশাসন কিংবা অন্য কোন সংস্থা এ বিষয়ে কার্যকর কিছু করেনি।

সি বিচ ম্যানেজমেন্ট কমিটি নামের যে কমিটি আছে বলে শোনা যায় এর কাজ কি তা কেউ জানে না।
এ প্রসংঙ্গে জাতীয় পার্টির নেতা ও আহ্বায়ক, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার মুফিজুর রহমান বলেন, পরিবেশ সংকটাপন্ন এই কক্সবাজারকে বাঁচাতে আমাদের অগ্রসর হতে হবে এ বাস্তবতায় সত্যি। পরবর্তী নতুন প্রজন্মের জন্য অন্তত পরিবেশ বান্ধব একটি কক্সবাজার রেখে যাওয়ার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন