Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কক্সবাজার সমুদ্র সৈকতে যুক্ত হল অত্যাধুনিক পরিষ্কারক যন্ত্র

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে যুক্ত হয়েছে অত্যাধুনিক পরিস্কারক যন্ত্র। উচ্চ ক্ষমতাসম্পন্ন সোনালিকা ট্রাক্টর পরিচালিত যন্ত্রটি প্রথমবারের মত ভারতীয় উপমহাদেশের এই সৈকতে ব্যবহৃত হচ্ছে।

বুধবার (১০ এপ্রিল) কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটিকে অত্যাধুনিক পরিস্কারক যন্ত্রটি প্রদান করে অন্যতম গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান এসিআই মটরস।

পর্যটন নগরীর হোটেল ‘সী প্যালেস’ এ আয়োজিত অনুষ্ঠানে এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারীর কাছ থেকে বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে বিচ ক্লিনার মেশিনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সরওয়ার কামাল।

এসময় এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ট্রাফিকের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বনিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

হস্তান্তর অনুষ্ঠানের পর যন্ত্রটি সমুদ্র সৈকতে আনুষ্ঠানিকভাবে পরিচালনা শুরু করা হয়।

কর্মকর্তারা বলছেন, ১শ’ ২০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। কিন্তু বর্তমানে এ সমুদ্র সৈকত বিশেষ করে পর্যটন স্থানসমূহ বিভিন্ন বর্জ্য’র কারণে দূষণের শিকার। সোনালিকা ট্রাক্টর পরিচালিত যন্ত্রটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনসহ অত্যাধুনিক সকল ব্যবস্থা।

এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারীর বলেন, বিচ ক্লিনার মেশিনটি ঘন্টায় ৬ হাজার ৫শ’ বর্গমিটার জায়গা পরিষ্কার করতে পারে। এই প্রযুক্তিটি বাংলাদেশে নতুন হওয়ায় এসিআই মটরস এক বছরের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ এবং পরিচলন ব্যয় বহন করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার সমুদ্র সৈকতে যুক্ত হল অত্যাধুনিক পরিষ্কারক যন্ত্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন