কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছেন ২ শতাধিক বৌদ্ধ ভিক্ষু

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছেন থাইল্যান্ডসহ দেশের ২ শতাধিক বৌদ্ধ ভিক্ষুরা।

থাইল্যান্ডের ধাম্মাকায়া ফাউন্ডেশনের সহায়তায় এবং কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ কর্মসূচী পালিত হয়।

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ডায়াবেটিক পয়েন্টের ৩ কিলোমিটার এলাকাজুড়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

পরে তারা ভ্রাম্যমাণ ধ্যান-কুটির কাঁধে নিয়ে সারিবদ্ধভাবে সৈকতের ১ কিলোমিটার এলাকা পরিভ্রমণ করেন।

রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের আবাসিক সহ নব-প্রবজ্জিত ২ শতাধিক বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশগ্রহণ করে। এদের সঙ্গে কর্মসূচীতে অংশগ্রহণ করে থাইল্যান্ড থেকে আসা ১০ জন ভিক্ষুও।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন