Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কক্সবাজার ভুমি অধিগ্রহণ শাখায় দুই কর্মচারীদের মধ্যে মারামারি

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহণ শাখায় দুই কর্মচারীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সৃষ্ট ঘটনায় ওই শাখার সার্ভেয়ার ছৌজি চাকমা গুরুতর জখম হয়েছে। তাকে আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১২ ডিসেম্বর দুপুর ২ টার দিকে অধিগ্রহণ শাখার নিচ তলায় এই ঘটনা ঘটে। এদিকে ঘটনায় জড়িত জেলা প্রশাসনের অফিস সহকারী আমজাদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জেলা সার্ভেয়ার এসোসিয়েশনসহ কয়েকটি পেশাজীবী সংগঠন।

জানা গেছে, অতিরিক্ত ভুমি অধিগ্রহণ কর্মকর্তা একটি মামলার রেকর্ড সংগ্রহের জন্য সার্ভেয়ার ছৌজি চাকমা ও একই অফিসের সহকারী আমজাদ আলীকে দায়িত্ব দেন। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ তামিলে ছৌজি চাকমা যথাসময়ে অনতি দুরে রেকর্ড রুমে যেতে আমজাদ আলীকে তাগাদা দেন, কিন্তু অফিস সহকারী আমজাদ আলী তার সঙ্গী না হয়ে এমনকি কথায় কর্ণপাত না করে উল্টো এই কাজ তার নয় বলে সাফ জানিয়ে দেন।

এর পরেও সার্ভেয়ার ছৌজি চাকমা সহকারী আমজাদ আলীকে অনুনয় বিনয়ের মাধ্যমে সরকারি কাজের কথা স্বরণ করিয়ে দিলে আমজাদ আলী তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং এক পর্যায়ে ছৌজি চাকমাকে কিল ঘুষি দেন। এর পর ছৌজি কিছু বুঝে ওঠার আগেই আমজাদ আলী টেবিলে রক্ষিত রুলার দিয়ে ছৌজি চাকমার মাথায় স্বজোরে আঘাত করে রক্তাক্ত করে। পরে উপস্থিত সহকারীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

তিনি এখন হাসপাতালের ৪১১ নং সিটে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় পুরো জেলা প্রশাসন জুড়ে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে এবং জেলা প্রশাসনের এলএও শাখায় কর্ম বিরতি চলছে সার্ভেয়ারদের। তারা এই ঘটনার বিচার দাবি করে সহকর্মীর উপর হামলাকারী আমজাদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ এলও শাখায় টাকা ছাড়া কলম নড়েনা। কন্ট্রাক ছাড়া কাজও হয়না। তারা নিজেরাই টাকার জন্য মারামারিতে জড়িয়ে পড়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন